মধুবাগে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১ | আপডেট: ৫:৩৬:অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১ ফাইল ছবিরাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় আগুন লেগে ছয়টি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- মুরগির দোকান, চায়ের দোকান ও হোটেল। খবর পেয়ে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।জানা গেছে, সকালে মধুবাগের মুরগির দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনের সূত্রপাত কীভাবে এখনও জানা যায়নি। দোকানের এক কর্মচারী আহত হয়েছেন। তার নাম সুজন (২৩)। আগুনে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। আরও পড়ুন চলছে লকডাউন, সড়কে বিআরটিসির বাস বালিয়াকান্দিতে লকডাউন সফল করতে তৎপর ইউএনও-ওসি