মরুর বুকে লিটন ঝড়, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ | আপডেট: ৭:৪২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির তুলে নিয়েছেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে অসাধারণ ব্যাটিং করছেন এ ওপেনার।রবিন্দ্র জাদেজাকে স্কয়ার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ৩৩ বলে ফিফটি তুলে নেন লিটন। এরপর কেদার যাদবকে লং অনে ঠেলে দিয়ে শতরান পূর্ণ করেন। তার ১০০ রানের ইনিংসটি ৮৭ বলে ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো।বাংলাদেশ দলের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। আগের ১৭ ম্যাচে ১৪.০৬ গড়ে তার সংগ্রহ ২২৫ রান।এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৯.৩ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান। ১০১ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস।১৯ রানে নেই ৩ উইকেটউদ্বোধনীতে ১২০ রান সংগ্রহ করা বাংলাদেশ এরপর ১৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায়।১২ বলে ২ রান করে এলবিডব্লিউ হন ইমরুল কায়েস। ৯ বলে ৫ রান করে ফেরেন এশিয়া কাপে ফর্মের তুঙ্গে থাকা মুশফিকুর রহিম। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন মোহাম্মদ মিঠুন।মিরাজের আউটে ভাঙল রেকর্ড জুটিচমক হিসেবেই ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। চমক দিতে নেমে ২৭ ম্যাচ পর বাংলাদেশ দলের হয়ে লিটন দাসের সঙ্গে উদ্বোধনীতে শতরানের জুটি গড়েন মিরাজ।ওয়ানডে ক্রিকেটে ২৭ ম্যাচ পর উদ্বোধনীতে শতরানের জুটির দেখা পেল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ওপেনিংয়ে ১২০ রানের জুটি গড়েছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ।এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে ১০২ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।মিরাজের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ দল। এরপর ১৭ রানের ব্যবধানে ফেরেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শতরানের উদ্বোধনী জুটি গড়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।ক্যারিয়ারে এই প্রথম উদ্বোধনীতে ব্যাট করছেন মেহেদি হাসান মিরাজ। এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অপরিচিত এই জুটি খেলার ১৭.৫ ওভারে দলীয় শতরান পার করে।এর আগে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটি তুলে নিয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ দলের হয়ে ১৮তম ওয়ানডে ম্যাচ খেলছেন লিটন। আগের ১৭ ম্যাচে ১৪.০৬ গড়ে তার সংগ্রহ ২২৫ রান। আরও পড়ুন নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া বাংলাদেশে ক্রিকেট একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস