মহানবী (স.)’র ব্যঙ্গচিত্রে পিছু হটলো হল্যান্ড টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ৫:৪৫:পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ টিবিটি সারাবিশ্বঃমহানবী হজরত মোহাম্মাদ (স.) কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা বাতিল করেছে হল্যান্ড। মুসলিমবিশ্বজুড়ে প্রতিবাদ আর নিন্দা ঝরে পিছু হটলো তারা।হল্যান্ডের ইসলামবিরোধী দলের এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে পাকিস্তান, আফগানিস্তানসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এছাড়া ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে।আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হল্যান্ডে এ ধরণের প্রতিযোগিতা বিশ্বের কোটি কোটি মুসলমানকে মর্মাহত করবে। এ ধরনের পদক্ষেপ বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে হিংসা-বিদ্বেষ ও সহিংসতা উসকে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।ইসলামবিদ্বেষী হল্যান্ডের বিরোধী-দলীয় এমপি গ্রিট উইল্ডারস বিশ্বজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদের মুখে সিদ্ধান্ত থেকে বিরত থাকার ঘোষণা দেন। আরও পড়ুন সরকারি কর্মকর্তারা কথা না শুনলে বাঁশ দিয়ে পেটাতে বললেন বিজেপি মন্ত্রী ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টানা ৩৭তম সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ