মাত্র ২০ মিনিটেই ব্রিটেনে মিলছে করোনা পরীক্ষার রিপোর্ট! টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ২২, ২০২০ | আপডেট: ৬:৩২:অপরাহ্ণ, মে ২২, ২০২০ ভিন্ন এক পদ্ধতিতে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১০) টেস্ট শুরু করেছে যুক্তরাজ্য। জানা গেছে নতুন এ পদ্ধতিতে মাত্র ২০ মিনিটেই মিলবে করোনা পরীক্ষার রিপোর্ট।বৃহস্পতিবার (২১ মে) করোনার নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।তিনি বলেন, এ পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানোর প্রয়োজন হবে না। সুতরাং আপনি স্পটে বসেই মাত্র ২০ মিনিটের মধ্যে ফলাফল পেয়ে যাবেন।ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বল্পসময়ে করোনা টেস্টের এ প্রক্রিয়া প্রাথমিক ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে। এবার বৃহদাকারে ব্যবহারে এর ফলাফল কেমন আসে তা জানার চেষ্টা চালাচ্ছে ব্রিটিশ সরকার। হ্যানকক বলেন, যদি এতে কাজ হয়, তবে যত দ্রুত সম্ভব আমরা গণহারে এই টেস্ট শুরু করবো। ২০ মিনিটে করোনা টেস্টের এই ট্রায়াল পরিচালনা করছে ব্রিটিশ কোম্পানি অপটিজেন। আরও পড়ুন আইসক্রিমেও করোনা শনাক্ত, উত্তর চিনে তীব্র আতঙ্ক ফাইজারের টিকা পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ ইউরোপ