মাদারীপুরে লাঠি দিয়ে পিটিয়ে চিকিৎসা, কিশোরের মৃত্যু টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ১২:১৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ প্রতীকী ছবিমাদারীপুরের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন খাঁ (১৩) নামের এক প্রতিবন্ধী কিশোর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, কিশোরের মৃত্যুর কারণ কবিরাজের ভুল চিকিৎসা।সোমবার সকালে এ ঘটনা ঘটেছে। নিহত নয়ন কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের সেলিম খাঁর ছেলে। এদিকে নয়ন মারা যাওয়ার খবর শুনে কবিরাজ রবি ফকির গা ঢাকা দিয়েছে।নিহতের পিতা সেলিম খাঁ জানান, আমার ছেলে নয়নকে নিয়ে চিকিৎসার জন্য শুক্রবার সকালে রাজৈর উপজেলার শ্যামপুর এলাকার স্থানীয় কবিরাজ রবি ফকিরের বাড়িতে যান পরিবারের সদস্যর্যা। এ সময় নয়নকে বাঁশের লাঠি দিয়ে বেদম মারধর করে চিকিৎসা প্রদান করেন ওই কবিরাজ। সেখান থেকে পরিবারের লোকজন নয়নকে বাড়িতে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে রোববার সকালে গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে নয়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।কবিরারের ভুল চিকিৎসার কারণেই নয়নের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন।মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (মেডিকেল অফিসার) ডা. মো. আবু সফর জানান, ওই কিশোরের শরীরের মারাত্মক জ্বর ছিলো। আমরা কিশোরকে সাধ্যমত চিকিৎসা দিয়েছিলাম। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত রবি কবিরাজের সাথে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সে এখন এলাকা ছেড়ে পালিয়েছে।মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, যে কবিরাজের ভুল চিকিৎসার কারণ কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আরও পড়ুন আধিপত্য নিয়ে গাজীপুরে দুই পক্ষের গোলাগুলি, র্যাবের হাতে আটক ৫ সিংগাইরে গ্রেফতারকৃত দুই আসামীর ছাত্রলীগ নেতা মিরু হত্যার দায় স্বীকার