মালয়েশিয়ায় ভিসা নবায়নে নিয়োজিত মাইজি’র সার্ভিস সাময়িক বন্ধ ঘোষণা শেখ সেকেন্দার আলী শেখ সেকেন্দার আলী মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ২২, ২০২০ | আপডেট: ৯:৫৯:অপরাহ্ণ, মে ২২, ২০২০ সংগৃহীতমালয়েশিয়ার বিদেশি অভিবাসীদের জন্য মাইজি’র ভিসা সার্ভিস সাময়িক বন্ধ ঘোষণা করেছে ইমিগ্ৰেশন বিভাগ। শুক্রবার (২২ মে) সেদেশের ইমিগ্ৰেশন বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি অভিবাসীদের জন্য অনলাইন ভিসা নবায়নের জন্য মাইজি’র মাধ্যমে শনিবার (২৩ মে) থেকে কোনো আবেদন গ্ৰহন করা হবে না। এই ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি ইমিগ্ৰেশন বিভাগের সাথে যোগাযোগ করতে বলা হয়। ইমিগ্রেশন বিভাগের টেলিফোন নম্বর ০৩ ৮৮৮০১৪৫২ ওথবা ইমেইলে [email protected] যোগাযোগ করতে বলা হয়েছে।তবে কতদিনের জন্য অনলাইন ভিসা সার্ভিস মাইজি’র সার্ভিস বন্ধ থাকবে তা বলা হয়নি। এদিকে অনলাইন ভিসা সার্ভিস মাইজি’র সার্ভিস বন্ধ ঘোষণায়, ভিসা নবায়নে অসুবিধায় পড়তে পারে বিদেশি অভিবাসীরা। তবে ইতিমধ্যেই যারাা ভিসা টাকা জমা দিয়েছে তাদের ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মাইজি।এ ব্যাপারে জানতে মাইজি’র’ এক কর্মকর্তার কাছে জানতে চাইলে বিস্তারিত জানতে পারিনি। আরও পড়ুন মালয়েশিয়া সরকারের কড়া বিধিনিষেধের মাঝেও বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিতরন অব্যাহত ব্রিটিশ তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল