মুক্তিযোদ্ধা সনদ ভুয়া: বাবাসহ নারী কনস্টেবল কারাগারে টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮ | আপডেট: ৬:৫১:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮ ফাইল ছবিবাবার মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশে চাকরি নিয়েছিলেন এক নারী। পরে সনদ যাচাই শেষে তা ভুয়া প্রমাণিত হওয়ায় বাবাসহ সেই নারী কনস্টেবলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।এদিন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক উভয়কে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল সদর উপজেলার চরকেউটিয়া এলাকার মুক্তিযোদ্ধার জাল সনদধারী ও সাবেক সুবেদার আব্দুল লতিফ গাজী এবং তার মেয়ে নারী কনস্টেবল মিল্কী আক্তার।বরিশাল কোতোয়ালি মডেল থানার জিআরও এসআই খোকন জানান, মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি নারী কনস্টেবল পদে চাকরি নেন মিল্কী আক্তার। পরে তার বাবা সাবেক সুবেদার আব্দুল লতিফ গাজীর মুক্তিযোদ্ধা সনদ যাচাই শেষে সনদটি জাল হিসেবে প্রমাণিত হয়।এর আগে ৬ মাসের ট্রেনিং শেষ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন মিল্কী আক্তার। পরে পুলিশ হেডকোয়ার্টাসের নির্দেশে রিজার্ভ পুলিশের এসআই কবির হোসেন ২০১৮ সালের ৩০মে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। আরও পড়ুন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারনায় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বিএনপির সমাবেশ : খুলনায় ২৪ ঘণ্টার পরিবহন বন্ধের ডাক