মৃত দাদার ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়েতে গেল ফারুক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ | আপডেট: ৭:৩৮:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানোর শখ ছিল মৃত দাদার। তাই শত কষ্ট হলেও হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফারুক হোসেন।উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক চাকরি করেন গার্মেন্টসে।আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ। ১ লাখ ৪৫ হাজার টাকা ভাড়া দিয়েছেন হেলিকপ্টারের জন্য।শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক তার বোন জামাই, তিন বড় বোন, ভাগ্নিকে নিয়ে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান। হেলিকপ্টারে বরকে দেখতে এলাকার উৎসুক নারী পুরুষ ভিড় করেন।কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিন গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সঙ্গে বিয়ে হচ্ছে ফারুকের। বরযাত্রী ২০০ জন গেছেন ট্রলারে করে।ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার বাবার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। বাবার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন।এ বিষয়ে বর ফারুক জানান, আমার দাদার স্বপ্ন পূরণ করতেই ১ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে এনেছি। আরও পড়ুন দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক সুপার ব্রান্ড সম্মাননা অর্জনের আনন্দ ভাগ করতে দি বাংলাদেশ টুডে চট্টগ্রাম ব্যুরোতে এলিট পেইন্ট সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে নোয়াখালীতে সাংবাদিকদের কালো পতাকা মিছিল