মেজর মান্নানের বাসায় যুক্তফ্রন্টের বৈঠক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৮ | আপডেট: ১০:৫৫:অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৮ চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন যুক্তফ্রন্টের নেতারা। রাতে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব. আবদুল মান্নানের বাসায় এ বৈঠক হয়। এতে বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার করনীয় নিয়ে আলোচনা হয় বলে নেতারা জানিয়েছেন। আরও পড়ুন মোদির ঢাকা সফর নিয়ে দলের অবস্থান জানাবে বিএনপি স্লোগান নিয়ে নেতাদের ধমকালেন মির্জা ফখরুল