মেরিন একাডেমিতে চাকরির সুযোগ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ | আপডেট: ৬:৪৪:পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে `বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম`। প্রতিষ্ঠানটিতে ৪ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।পদের নামহিটট্রিটমেন্ট ওয়েল্ডার/স্মিথলস্করস্টুয়ার্ডবোট ক্রুআবেদনের নিয়মবাংলাদেশ মেরিন একাডেমীর ওয়েবসাইট www.macademy.gov.bd থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। কমান্ড্যান্ট, বাংলাদেশ মেরিন একাডেমী, চট্টগ্রাম এর বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। যোগ্যতা, বেতন জানতে বিজ্ঞপ্তিটি দেখুন। এছাড়া বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই http://macademy.gov.bd/2018/08/14/job-circular-of-bangladesh-marine-academy-13-08-2018/ লিংকটি দেখুন।আবেদনের সময়সীমাআগামী ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আরও পড়ুন ৪২তম বিশেষ বিসিএসঃ প্রিলিমিনারিতে অনুপস্থিত ৩৪৫৩ পরীক্ষার্থী চাকরির সুযোগ শাহজালাল ইসলামী ব্যাংকে