মেসি-রোনালদোর ভোট পেল কারা? টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮ | আপডেট: ১০:৩০:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮ উয়েফা বর্ষসেরা পুরষ্কারের পর এবার ফিফা বর্ষসেরা পুরষ্কারও জিতে নিলেন রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ান তারকা লুকা মড্রিচ। গতকাল রাতে লন্ডনে এক অনুষ্ঠানে তাকে এই পুরষ্কার প্রদান করা হয়।এবারে ফিফা বর্ষসেরা পুরষ্কারের দৌড়ে মনোনীত তিন জন ছিলেন রোনালদো, মড্রিচ ও সালাহ। বাকি দুজনকে পেছনে ফেলে সবার ভোটে বিজয়ী হয়েছেন লুকা মড্রিচ।চলুন দেখেআসি এই ভোটে মেসি রোনালদোর ভোট পেয়েছে কারা….মেসির ভোট পেয়েছে- মড্রিচ, এমবাপ্পে, রোনালদো। রোনালদোর ভোট পেয়েছে- ভারানে, মড্রিচ, গ্রীজম্যান। আরও পড়ুন জয়ের পরও ক্যোমানের কপালে চিন্তার ভাঁজ ‘রোনালদোকে কিনে ভুল করেছে য়্যুভেন্তুস’