মৌলভীবাজারে বাসচাপায় মসজিদের ইমাম নিহত টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ | আপডেট: ৬:২৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮ ফাইল ছবিমৌলভীবাজারের বড়লেখায় মিনিবাসচাপায় মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান (৬০) নিহত হয়েছেন। সিলেটে নেয়ার পথে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।নিহত মুজিবুর রহমান বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে।বিকেল সাড়ে ৩টার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট এলাকায় বাসচাপায় তিনি আহত হয়েছিলেন।বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী বলেন, ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। তবে মিনিবাসটি আটক করা হয়েছে। আরও পড়ুন করোনা রোগীর সেবায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমি ফ্রি অক্সিজেন সার্ভিস সবাইকে কাঁদিয়ে মায়ের কবরের পাশে শায়িত হলেন মতিন খসরু এমপি