যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও বেশি মানুষের মৃত্যু! টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন অবধি ৪ লাখ ৪০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মৃতের সংখ্যার থেকেও বেশি।যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স রাজ্যের ন্যাশনাল ডাব্লুডব্লিউআইআই (দ্বিতীয় বিশ্বযুদ্ধে) জাদুঘরের গবেষণায় দেখা গেছে, ১৯৩৯-৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রায় ৪ লাখ ১৮ হাজার ৫০০ মার্কিন নাগরিক মারা গিয়েছিল।২০২০ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু হয়। প্রায় এক বছরের ব্যবধানে সেটা চার লাখ ছাড়িয়ে গেছে।সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে মহামারি এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ দশমিক ১ মিলিয়ন। এ সংখ্যাটা প্রতিনিয়তই বাড়ছে। আরও পড়ুন লকডাউন নিয়ে উভয় সঙ্কটে মের্কেল খাশোগি হত্যা: মার্কিন প্রতিবেদন থেকে তিন নাম গায়েব