রংপুরে ভয়াবহ আগুন: ভস্মীভূত মার্কেটের গোডাউন, কারখানা ও দোকান টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ | আপডেট: ৪:৩১:অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রংপুর মহানগরীর নিম্ন ও মধ্যবিত্তের পোশাক কেনাকাটার কেন্দ্রস্থল জামান মার্কেটের গোডাউন, কারখানাসহ অন্তত ৩০টি দোকান। এতে পথে বসেছে আড়াই শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী। তবে ওইসব ব্যবসায়ী প্রাথমিকভাবে দাবি করছেন এ ঘটনায় প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া সরকার ও বিত্তবানদের তাদের পাশে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।ফায়ার সার্ভিস, পুলিশ ও দোকান মালিক সমিতি সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে রংপুর মহানগরীর জামান মার্কেটের পেছনের দিকে জোবায়ের গার্মেন্টস ও ভাই ভাই গার্মেন্টসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সেখানে ভোরেই উপস্থিত হয় ফায়ার সার্ভিস সদস্যরা।আগুনের ভয়াবহতা দেখে রংপুরের আটটি এবং হারাগাছের দুটি ইউনিট এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সাভিস। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পোশাক কারখানা, গোডাউনসহ অন্তত ৩০টি দোকান। আরও পড়ুন মানুষকে ঘরে রাখতে বাউফল প্রশাসনের প্রচেষ্টা বদলগাছীতে ই-কমার্স বাজারের নামে অভিনব কায়দায় প্রতারণা, গ্রেফতার ৩