রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আগামীকাল টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ৬:৪৫:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ আগামীকাল বুধবার (১৩ জানুয়ারি) পাইপলাইন মেরামতের কারণে রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১০ থেকে মিরপুর ১২ নম্বর সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্বপাশের এলাকা, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশ ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।নতুন পাইপলাইন স্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস গ্যাস। আরও পড়ুন আশুলিয়ায় কবরস্থানে ছড়িয়ে ছিটিয়ে কাফনের কাপড়-মরদেহের চুল বাঁশ হাতে পুলিশের দিকে তেড়ে গেলেন ছাত্রদলকর্মী