রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ১:০৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ ফাইল ছবিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হয়েছে।সোমবার দুপুর ১২ টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১২ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত। আগামী ২২ ও ২৩ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৩২০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিকভাবে এক বা একাধিক ইউনিটে আবেদনের জন্য প্রথমত ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এরপর উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। পরবর্তীতে কেবলমাত্র তাদের কাছ থেকে ইউনিট ভিত্তিতে নির্ধারিত ফি নেয়া হবে।এছাড়া, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/undergraduate) এ পাওয়া যাবে। আরও পড়ুন এইচ টি ইমামের মৃত্যুতে নোবিপ্রবি পরিবারের শোক জ্ঞাপন উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়গুলোকে ইনোভেশন ও গবেষণায় গুরুত্ব দিতে হবে : তথ্যমন্ত্রী