রোনালদোই পেল মেসির ভোট টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮ | আপডেট: ১০:১৮:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮ ফিফা বর্ষসেরা খেলোয়ারের নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তিন জনের তালিকায় ছিলেন না লিওনেল মেসি। তবে এই তালিকায় ছিলেন রোনালদো। কিন্তু এই থাকা আর না থাকা দুই তারকাই এবার উপস্থিত ছিলেন না ফিফার এই অনুষ্ঠানে।তবে দুই তারকা প্রথমবারের মত না থেকে যে ইতিহাস তৈরি করেছেন, তার থেকেও বড় ইতিহাস তৈরি করেছে লিওনেল মেসি। তিনি যে ভোট দিয়েছেন রোনালদোকে।হ্যা, ঠিক পড়েছেন। মেসি তার তিনটি ভোটের একটি দিয়েছিল রোনালদোকে।মেসির তিনটি ভোট পেয়েছে যথাক্রমে মড্রিচ, এমবাপ্পে ও রোনালদো। আরও পড়ুন স্পেৎসিয়ার বিপক্ষের জয় পেল ইউভেন্তুস ভিনিসিউসের গোলে কোনমতে হার এড়ালো রিয়াল