লাইনে দাঁড়িয়ে বাজার করলেন শিক্ষামন্ত্রী, ফেসবুকে ছবি ভাইরাল টিবিটি নিউজ টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ২১, ২০২০ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, মে ২১, ২০২০ সংগৃহীতভৈশ্বিক মহামরি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। বাংলাদেশেও বিস্তার করেছে এই ভাইরাস। এ পর্যন্ত মহামারি এ রোগের কোন ওষুধ তৈরি না হওয়ায় ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের এমন পরিস্থিতিতে কঠোরভাবে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে।এ অবস্থায় দারুন একটি দৃশ্যের অবতারণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নিরাপদ দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে বাজার করেছেন তিনি। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।মাকসুদুল হাসান রাহুল নামে একজন সেই ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘মীনা বাজারের সামনে জনকাতারে দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপা!’ঘটনার বিবরণ দিয়ে তিনি জানিয়েছেন, ‘সুপার শপটির ম্যানেজার উনাকে লাইন ভেঙে সবার আগে শপে প্রবেশের কথা বললেও শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী আগে যেতে অস্বীকৃতি জানান এবং লাইনে দাঁড়িয়ে থেকে সাধারণ নিয়ম অনুসরণ করে শপে ঢোকেন!’তিনি বলেন, ‘বিদেশী কোনো শিক্ষামন্ত্রী এমন কাজ করলে তো ফেসবুক প্রশংসার জোয়ারে ভেসে যেতো! চলুন নিজের দেশ ও দেশের কর্তাব্যক্তিদের ভালো কাজগুলোরও একটু ব্র্যান্ডিং করি। আরও পড়ুন টিকা নেয়াটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা: স্বাস্থ্যমন্ত্রী দেশে প্রথম করোনা ভ্যাকসিন নিচ্ছেন নার্স রুনু