লাল সবুজের পতাকার জন্য মাশরাফির অনুরোধ টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ | আপডেট: ১০:৫৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ ফাইল ছবিএশিয়া কাপ আসর শেষ করে শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১১.১৫ এর দিকে হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে মাশরাফি বাহিনী।বিমান বন্দরেই সাংবাদিকদের সাথে কথা বলেন টুর্নামেন্টে নিজেদের প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-ব্যর্থতা নিয়ে।পুরো এশিয়া কাপের সার সংক্ষেপও বলা চলে।তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেইজে অধিনায়ক দেশের মানুষদের অনুরোধ করেন নিজ নিজ জায়গা থেকে নিজেদের কাজগুলো সঠিকভাবে করার জন্য।পাঠকদের জন্য নিচে মাশরাফির লেখা ছবি সহ সে বার্তা তুলে ধরা হলো:‘নাহ! এবারও হোল না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জিতাতে পারি। তখন মুশফিক পাজরের ব্যাথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘন্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাংগা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে।আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি। শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার।আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জিতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব দেখা হবে আবার।’ আরও পড়ুন অলিম্পিক ছাড়তেও রাজি; তবু করোনার ভ্যাকসিন নেবেন না ব্লেক! মেলবোর্ন পার্কের নতুন রানি নাওমি ওসাকা