লুঙ্গির আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ১ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ | আপডেট: ১২:২৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ ছবিঃ সংগৃহিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় লুঙ্গী ফেরি করে বিক্রির সময় ৫ হাজার ৩০ পিস ইয়াবাসহ মো. জাবেদ (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তিনি লুঙ্গি ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করতেন বলে জানিয়েছে বাহিনীটি। শনিবার(৩১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।জাবেদ লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।র্যাব-১১, সিপিসি-১’এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ এলাকার গাংচিল বাস কাউন্টারের সামনে লুঙ্গি ফেরি করে বিক্রির আড়ালে ইয়াবা বিক্রি হচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে জাবেদকে আটক করা হয়। এসময় ৫ হাজার ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির এক হাজার ১০০ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশ সুপার এনায়েত হোসেন আরও জানান, জাবেদ কক্সবাজার ও চাঁদপুর জেলা থেকে ইয়াবা এনে মুন্সীগঞ্জ জেলায় ব্যবসা করছিলেন। এই ঘটনায় সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরও পড়ুন গাজীপুরে স্বাস্থ্য সুপারের বাসা থেকে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার রিসোর্টে ভাঙচুর: সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর গ্রেফতার