শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ | আপডেট: ৫:৪০:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ কুড়িগ্রামের উলিপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।শুক্রবার ভোররাতে রংপুর র্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক যুবক উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর ছেলে। মাঈদুল এবার বজরা এল.কে আমিন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন।রংপুরের র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে টাকা চায়। এ খবরের সূত্র ধরে তাকে শুক্রবার ভোররাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র্যাবের হেফাজতে রাখা হয়েছে। আরও পড়ুন গাজীপুরে স্বাস্থ্য সুপারের বাসা থেকে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার নাঙ্গলকোটে গলায় ছুরি ধরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ