শুভশ্রীর এই গুণের কথা জানেন? (ভিডিও) টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ | আপডেট: ৬:২০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮ টিবিটি বিনোদনঃশুভশ্রী গাঙ্গুলি। টালিউডের জনপ্রিয় নায়িকা। শুধু তাই নয়, গত কয়েক বছরের হিসাব কষলে সবচেয়ে সফল ও ব্যস্ত নায়িকা তিনি। একের পর আলোচিত ছবিতে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। এছাড়া সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশেও।শুভশ্রী অভিনীত সর্বশেষ ছবি ‘চালবাজ’ মুক্তি পেয়ছে চলতি বছর। যেখানে তিনি অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। এরপর আর কোনো ছবিতে দেখা যায়নি তাকে।কয়েক মাস আগে নির্মাতা রাজ চক্রবর্তীকে বিয়ে করেন শুভশ্রী। এরপর নতুন করে কয়েকটি কাজে যুক্ত হয়েছেন। অচিরেই তাকে দেখা যাবে নির্মাতা পাভেলের ‘রসগোল্লা’ ছবিতে।এদিকে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় হলেও শুভশ্রীর কিন্তু আরো একটি গুণ রয়েছে। তিনি চমৎকার গিটার বাজাতে পারেন। শুধু তাই নয়, সেই সঙ্গে গাইতেও জানেন এই নায়িকা।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে তাকে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গেছে। তার কণ্ঠে শোনা গেছে, আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম; জনপ্রিয় এই গানটি।শুনুন শুভশ্রীর কণ্ঠে গান:আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলামআজ ঠোঁটের কোলাজ থামালো কাজমন তোমাকে ছুঁয়ে দিলাম ♥♥Posted by Subhashree Ganguly on Friday, August 31, 2018 আরও পড়ুন ‘তুইও বিক্রি হয়ে গেলি?খেলতে নামলি?’ : সায়নীকে শ্রীলেখা স্বামীর ডিভোর্স নোটিশ নিয়ে যা বললেন নুসরাত