সংসদ ভাঙবে না: আইনমন্ত্রী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ১২:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ ফাইল ছবি।আসন্ন জাতীয় নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বরং নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।অক্টোবরে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তো কবে নাগাদ সংসদ ভাঙছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রথম কথা হলো, সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন।নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। আমি না।সেই সরকারের আকার প্রসঙ্গে মন্ত্রী বলেন,‘এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাই নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। কেননা, সংবিধান অনুযায়ী এটা উনার দায়িত্ব।আরপিও সংশোধনীর বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনি পরামর্শের জন্য ফাইলটি আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনও আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে, তারপর তা আমার কাছে পাঠাবে।নিবন্ধন কার্যালয়ের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক। আরও পড়ুন যারা মুক্তিযুদ্ধ করেনি তাদেরও মুক্তিযোদ্ধা বানিয়েছে বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী আওয়ামী লীগ করায় মা’কে মা ডাকেন না ‘বিএনপি’ ছেলে