সবাই আমাকে মেসি বলে ডাকত: তহুরা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ | আপডেট: ১২:১৯:অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ বাংলাদেশ নারী ফুটবল দলের স্টাইকার তহুরা খাতুন এখন কে বা না চিনে। বাংলাদেশ ফুটবলকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তহুরারা। আজ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।ময়মনসিংহ অজ পাড়াগাঁও কলসিন্দুরের মেয়ে তহুর খাতুন সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন নিজের ছোটবেলার কথা। তিনি বলেন, ‘আগে সতীর্থরা আমাকে মেসি বলে ঢাকতো, আমি মেসিকে চিনতাম না। এরপর যখন ঢাকায় আসার পর মেসি সম্পর্কে জানতে পারলাম। এখন নিজেকে অনেক গর্ববোধ মনে করি।তহুরার শুরুটা তার ভাইয়ের সাথেই। তহুরা বলেন, ‘আমরা ভাই এবং আমি একসঙ্গে খেলাধুলা করতাম। ও যেমন খেলে, আমিও সেইরকম খেলে। এরপর থেকে আমাদেরকে খেলতে নিয়ে যেত।’দেশবাসির কাছে দোয়া চেয়ে তহুরা আরো বলেন, ‘ আমি সব সময় চেষ্টা করব দলের জয়ে নিজের ভূমিকা রাখার। সেই সাথে ভাল খেলতে পারি, এবং গোল করতে পারি। দেশবাসী আমাদের জন্য দোয়া করেন। এবং ভাল কিছু নিয়ে বাংলাদেশে ফিরেতে পারি। আরও পড়ুন পিকে’কে নিয়ে ফের ক্যোমানের কপালে চিন্তার ভাঁজ ঘরের মাঠে টানা পাঁচ হারে লিভারপুলের