সরকারি অফিসে তালা! অধীনস্তদের নিয়ে কুয়াকাটা ভ্রমনে কর্মকর্তা টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ | আপডেট: ৮:০২:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুফ সরকারি অফিসে তালা মেরে অধীনস্তদের নিয়ে ভ্রমনে সাগড়কন্যা কুয়াকাটায় রয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ।বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সার্ভার ষ্টেশন অফিস ভবনের সামনে গিয়ে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের ভিড়।সেবা নিতে আসা লোকজনের মধ্যে মাওলানা মোসলেম উদ্দিন, মাষ্টার হাবিবুর রহমান, বুলবুল হোসেন ও পলাশ জানান, তারা অনেক দুর থেকে এসে গতকাল বুধবার সেবা না পেয়ে চলে যান এবং আজ বৃহস্পতিবার পূনরায় এসে তালাবদ্ধ অফিস ভবন দেখতে পেয়ে তারা হতাশ হন।এছাড়াও সূত্রে জানা যায়, জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সীসহ জেলায় কর্মরত নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা অনেকেই বৃহস্পতিবার অফিসে অনুপস্থিত থেকে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমনে রয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার (চদা) আবু ইউসুফ জানান, সকল ষ্টাফ বরিশাল মিটিংয়ে থাকায় অফিস বন্ধ।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন জানান, “মিটিং থাকতেই পারে, তবে কেউ না কেউ অফিস খোলা রাখার কথা।”এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সীর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, “রাজাপুরের কর্মকর্তাসহ আমরা সকলে একসাথেই রয়েছি।কোথায় রয়েছেন জানতে চাইলে তিনি বলেন, “বরিশালে ট্রেনিংয়ে আছি।” আরও পড়ুন মঠবাড়িয়ায় লকডাউন মানছেন না ব্যবসায়ীরা রমজানে বুট-মুড়ি না দেওয়ায় নববধূসহ শ্বশুর-শাশুড়িকে জামাতার মারধর