সাফ ফুটবলে কোনদিন কার খেলা আর দেখাবে কোন চ্যানেল টিবিটি টিবিটি স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ৬:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮ | আপডেট: ৬:০৪:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮ টিবিটি খেলাধুলাঃআজ (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে সাফ টুর্নামেন্ট। উদ্বোধনী দিন অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বিকাল চারটায় লড়বে পাকিস্তান আর নেপাল। আর দিনের দ্বিতীয় খেলায় অর্থাৎ সন্ধ্যার ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন আর চ্যানেল নাইন।দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ৩ আসরের ফাইনাল খেলা আফগানিস্তান এবার নেই। বাকি সাত দল নিয়েই সাজানো হয়েছে গ্রুপ। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান আর ভুটান। ‘বি’ গ্রুপে ভারত, মালদ্বীপ আর শ্রীলঙ্কা।আসুন এক নজরে দেখে নেয়া যাক টুর্নামেন্টের সূচি…গ্রুপপর্ব ৪ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম নেপাল, বিকেল ৪টা বাংলাদেশ বনাম ভুটান, সন্ধ্যা ৭টা৫ সেপ্টেম্বর : ভারত বনাম শ্রীলঙ্কা, সন্ধ্যা ৭টা৬ সেপ্টেম্বর : নেপাল বনাম ভুটান, বিকেল ৪টা বাংলাদেশ বনাম পাকিস্তান, সন্ধ্যা ৭টা৭ সেপ্টেম্বর : মালদ্বীপ বনাম শ্রীলঙ্কা, সন্ধ্যা ৭টা৮ সেপ্টেম্বর : পাকিস্তান বনাম ভুটান, বিকেল ৪টা বাংলাদেশ বনাম নেপাল, সন্ধ্যা ৭টা৯ সেপ্টেম্বর : ভারত বনাম মালদ্বীপ, সন্ধ্যা ৭টাসেমিফাইনাল ১২ সেপ্টেম্বর : ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘বি’ গ্রুপ রানার-আপ, বিকেল ৪টা ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বনাম ‘এ’ গ্রুপ রানার-আপ, সন্ধ্যা ৭.৩০ মিনিটফাইনাল ১৫ সেপ্টেম্বর : সন্ধ্যা ৭টা। আরও পড়ুন মেসির জোড়া গোলে জয়ে ফিরলো বার্সা মেসির বিমান ভাড়া করে সমালোচনার মুখে প্রেসিডেন্ট