সালমানকে বিয়ের প্রস্তাব দীপিকার! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ | আপডেট: ১১:০৯:পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০১৮ দীপিকা পাড়ুকোন। এখন বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বলি পাড়ার অনেক সুন্দরী নায়িকাদের হটিয়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর সিংহাসনটা দখল করেছেন দীপিকা পাড়ুকোন।এদিকে, বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তার বিয়ে নিয়ে কথা চলছে। অথচ দীপিকা পাড়ুকোন কিনা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খানকে! এটা পড়ে নিশ্চিয় অনেকেই অবাক হচ্ছেন। যে কারোই এমনটা শুনে অবাক হওয়ার কথা। দীপিকা ভক্তদের জানিয়ে রাখি সত্যি সত্যি না, মজা করে এ প্রস্তাব দিয়েছিলেন এই বলি সুন্দরী। মূলত, ৫০ বছর বয়স পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ব্যাচেলর রয়ে গেছেন সালমান খান, যা নিয়ে প্রায়ই মজা করেন তার সহকর্মীরা। এ ধারাবাহিকতায় দীপিকা পাড়ুকোনই বা বাদ যাবেন কেন।তাই তো বছর কয়েক আগে নিজের সিনেমার প্রচারের জন্য সালমানের শো ‘বিগ বস’-এ গিয়েছিলেন দীপিকা। আর তখনই আচমকা এ প্রস্তাব দেন অভিনেত্রী। সে সময় সালমানের সামনে হাঁটু গেড়ে বসে দীপিকা বলেন, ‘সালমান, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি?’এমন প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই না করে দেন সালমান। হাসতে হাসতে তিনি বলেন, ‘দীপিকা হও বা যেই হও বিয়ে করছি না।’ আরও পড়ুন ‘টাইগার থ্রি’ নিয়ে বড় পর্দায় আসছেন সালমান-ক্যাটরিনা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোপুরি ফেক একটি জায়গা: ইমরান হাশমি