সিঙ্গাপুর-চীন থেকে ১২৫ কোটি টাকা বিনিয়োগ পেলো বাংলাদেশের সহজ টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ | আপডেট: ৭:৩২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮ বাংলাদেশের রাইডশেয়ারিং কোম্পানি ‘সহজ’-এ দেড় কোটি ডলার বা ১২৫ কোটি টাকা বিনিয়োগ করেছে সিঙ্গাপুর ও চীনের কয়েকটি প্রতিষ্ঠান।দেশীয় রাইডশেয়ারিংয়ে বিদেশি প্রতিষ্ঠানের এই বিপুল বিনিয়োগের খবর প্রকাশ করেছে নামকরা প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।টেকক্রাঞ্চের খবরে জানানো হয়, দেশীয় প্রতিযোগি পাঠাও-এ ইন্দোনেশিয়ার গো-জেক বিপুল বিনিয়োগের পর এবার বড় অঙ্কের বিনিয়োগ পাচ্ছে আরেক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান সহজ। এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে সিঙ্গাপুর ভিত্তিক গোল্ডেন গেট ভেঞ্চার্স, কোহ বুন ওয়ে এবং চীনের লিনিয়ার ভিসি ও ৫০০ স্টার্টআপস।সহজ-এর নির্বাহী প্রধান মালিহা কাদিরের বরাতে টেকক্রাঞ্চ জানায়, নতুন পাওয়া বিনিয়োগ দিয়ে সহজ সেবা দ্বিগুণ হবে। সেবার বিস্তৃতি রাজধানী ঢাকা ছাড়িয়ে যাবে।উল্লেখ্য, ২০১৪ সালে বাস টিকিট বিক্রির মাধ্যমে যাত্রা শুরু করে সহজ। এবছর জানুয়ারিতে প্রতিষ্ঠানটি অনডিমান্ড রাইড শেয়ারিং সেবা কার্যক্রম শুরু করে। আরও পড়ুন ভরিতে ১,৫১৬ টাকা কমল স্বর্ণের দাম খরচ ছাড়াই টাকা পাঠান প্রিয় বিকাশ নাম্বারে