সিলেট অঞ্চলের ‘শ্রেষ্ট সেবা প্রদানকারী’ ডাটা এন্ট্রি অপারেটর বড়লেখার সোহেল আব্দুর রব আব্দুর রব বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ | আপডেট: ৯:০৬:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ জাতীয় ভোটার দিবসে সিলেট অঞ্চলে ৬টি ক্যাটাগরীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট সেবা দানকারী নির্বাচিত করা হয়। এবার সিলেট বিভাগের শ্রেষ্ট সেবা দানকারী ডাটা এন্ট্রি অপারেটর নির্বাচিত হয়েছেন কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সোহেল আহমদ।গত ২ মার্চ জাতীয় ভোটার দিবস-২০২১ এ সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাকে সম্মাননা স্মারক প্রদান করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন।এসময় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান, মোহাম্মদ শুকুর মাজমুদ মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।বিভাগীয় শ্রেষ্ট সেবা দানকারী নির্বাচিত ডাটা এন্ট্রি অপারেটর সোহেল আহমদ বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের ব্যবসায়ী লাল মিয়ার ছেলে। প্রায় ১ বছর ধরে তিনি সুনামের সাথে কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত। আরও পড়ুন যাদুকাটা নদীর তীরে কাজের দাবীতে হাজারো শ্রমিকের মানববন্ধন তাহিরপুরে বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ