সিসির উপস্থিতির কারণে ভোজসভা প্রত্যাখ্যান করলেন এরদোগান টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ | আপডেট: ৪:৪৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮ তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের পর ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। সেখানে ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে মধ্যাহ্নভোজনের সময় মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল-সিসি একই টেবিলে উপস্থিত হলে তুর্কি প্রেসিডেন্ট তার সাথে আহারে অস্বীকৃতি জানিয়ে ভোজসভা প্রত্যাখ্যান করে স্থান ত্যাগ করেন।জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে সাক্ষাতের পর বার্লিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরদোগান বলেন- “আমি জানি, এ ধরনের সাক্ষাৎ-সভার ফটোগ্রাফি সংরক্ষণ করা হবে। তাই মিশরীয় রাষ্ট্রপ্রধান সিসির সঙ্গে একত্রে আহারগ্রহণ আমার মনঃপুত হচ্ছিলো না।”উল্লেখ্য, ২০১৩সালে মিশরের সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আব্দেল ফাত্তাহ আল সিসি কর্তৃক সামরিক অভ্যুত্থানের পর মিসর ও তুরস্কের মধ্যকার সম্পর্ক হ্রাস পায়।আল-জাজিরার একটি সাক্ষাতকালে এরদোগান বলেন, তিনি (সিসি) মুরসির শাসসনামলে প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালেই হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন।” আরও পড়ুন নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৬ নাবালককে ‘ধর্ষণ’ করে গর্ভবতী মার্কিন তরুণী