সেই প্রিয়া সাহার বিরুদ্ধে এবার ছাত্রলীগের মামলা শহিদ জয় শহিদ জয় যশোর প্রতিনিধি প্রকাশিত: 4:44 PM, July 21, 2019 | আপডেট: 4:44:PM, July 21, 2019 প্রিয়া সাহার বিরুদ্ধে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। যশোর জেলা ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল বাদী হয়ে আজ রবিবার (২১ জুলাই) এ মামলা করেন।যশোর সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের (সদর) ম্যাজিস্টেট গৌতম মল্লিক মামলাটি আমলে নিয়েছেন। দুপুরে পরে রায় দেবেন বলে বাদী পক্ষের আইনজীবি সৈয়দ কবির হোসেন জনি জানান।রাষ্ট্রদ্রোহের দন্ডবিধি ১২৪ এর ক ধারায় মামলা করা হয়েছে। মামলার সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু, অ্যাডভোকেট তারিখ এনাম অনিক, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি সুখেন মজুমদার এবং শরিফুল ইসলাম। আরও পড়ুন আশাশুনিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন চুয়াডাঙ্গায় ১৬৬ বোতল ফেন্সিডিল জব্দ