সেতুও আবার রোলার কোস্টার হয় নাকি! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ৬:০৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ রোলার কোস্টার? সেটা তো থাকবে বড় কোনো পার্কে বা রিসোর্টে। কিন্তু তা যদি হয় কোনো ব্রিজ বা সেতু! অবাক হওয়ার মত এই সেতু রয়েছে জাপানে। এই সেতুর রোলার কোস্টারে চলাচল করলে হয়তো আতঙ্কে হাত-পা ঠাণ্ডাই হয়ে যায়।জাপানের এশিমা ওহাসি সেতু, যাকে বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয়। সেতুটিকে দেখতে একেবারে রোলার কোস্টারের মতো। বিশ্বের সবচেয়ে খাড়া সেতুগুলির মধ্যেও এটি পড়ে। জাপানের লেক নাকাওমি নদীর উপর তৈরি এই সেতুটি দুইটি শহর সাকাইমিনাতো ও মাৎসুকে যুক্ত করেছে। যদিও দূর থেকে দেখে আতঙ্ক লাগলেও সামনে থেকে অতটা ভয়ানক লাগে কিনা তা তো যারা ব্যবহার করেছে বা করেন তারাই ভাল বলতে পারবেন।তবে ভয় ও কোনো দুর্ঘটনা যেন না ঘটে তাই সুউচ্চ এই সেতুটিতে উঠতে হয় যেমন ধীর গতিতে, তেমনই নামতেও হয় অত্যন্ত দ্রুত গতিতে৷ এই সেতু এতটাই খাড়াই যে, চালকরা রীতিমতো আতঙ্কে থাকেন ৪৪ মিটার লম্বা এই সেতু পার হওয়ার সময়।এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু যা প্রতিদিনের যাতায়াতের জন্যই নির্মিত। তবে পর্বতের মত আকার বলে একে পর্বতাকৃতি সেতুও বলা হয়। তবে এত খাড়া সেতুটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের উৎসাহের একটি জায়গা হতে পারে। সেতুটি এক দিকে ৫.১%, অন্য দিকে ৬.১% কাত হয়ে রয়েছে। কি আশ্চর্য ভাবেই না এটি তৈরি করেছেন ইঞ্জিনিয়াররা। আরও পড়ুন ৮০ কোটি টাকার বিদ্যুৎ বিল দেখে রক্তচাপ বেড়ে হাসপাতালে বৃদ্ধ কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে একমত ভারত-পাকিস্তান