সেনা মোতায়েনে ইসি’র কোনো পরিকল্পনা নেই, মার্কিন নির্বাচনের চেয়ে পরিবেশ ভালো আছে : চট্টগ্রামে নুরুল হুদা এস. এম. আকাশ এস. এম. আকাশ ব্যুরো চিফ,চট্টগ্রাম প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৫:৪৩:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বিজিবি, আনসার, র্যাব ও গোয়েন্দা সংস্থার ১৬ জনের বক্তব্য আমরা শুনেছি। নির্বাচনী পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।প্রত্যেকে আশাবাদী আগামী ২৭ জানুয়ারির চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হবে। আমরা আশ্বস্ত হয়েছি, বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়োগ-মোতায়েন সেটা সঠিকভাবে হয়েছে। আশা করি, নির্বাচন ভালো হবে। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন ইসি।তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনী পরিবেশ ভালো আছে । চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে সৌহর্দ্যপূর্ণ পরিবেশ, তা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ছিল না। নির্বাচনে কোনো সহিংসতা কাম্য নয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে এই প্রতিযোগিতা যেন সংঘাতে পরিণত না হয়, সেজন্য প্রার্থীদের সহনশীল আচরণ করতে হবে।নুরুল হুদা আরও বলেন, নির্বাচনের প্রার্থী-সমর্থকরা খুব সতর্কতার সঙ্গে নির্বাচনী কার্যাবলী পরিচালনা করবেন। আমরা আশা করি প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার মধ্যেই নির্বাচন হবে। সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে না।নির্বাচনের প্রার্থী ও সমর্থকদের বলবো, নির্বাচনের পরও আপনারা এই সমাজে বাস করবেন। কাজেই কেউ যেন আসামি বা বাদী হিসেবে বাস করতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তিনি আরো বলেন, সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের, তার প্রয়োজনীয়তাও কমিশন অনুভব করছে না। যেখানে ইভিএমে ভোট হবে সেখানে সশস্ত্র পুলিশ পাহারা থাকবে। ভেতরে একজনের ভোট আরেকজন দেওয়া, সেটা সম্ভব না, সুতরাং জনগণের আস্থা ও নির্ভরতার জন্য বলবো শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অননুষ্ঠিত হবে আপনারা যে যার যার নাগরিক অধিকার প্রয়োগে নিশ্চিত থাকুন । আরও পড়ুন টেকনাফে সন্ত্রাসী আতঙ্কে সপ্তাহ ধরে ঘরবন্দী এক পরিবার ম্যাজিস্ট্রেটকে ধাওয়াকারী সেই সন্ত্রাসী কামাল সহযোগীসহ গ্রেফতার