সেন্স অব হিউমারে পরীমনি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ৭:১৮:পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ সংগৃহীতঅভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় ‘সেন্স অব হিউমার’ নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা দিয়ে এরই মধ্যে নজর কেড়েছেন। প্রচারিত প্রতিটি পর্বে তিনি নামীদামি তারকা হাজির করে অনুষ্ঠানটিকে এনেছেন আলোচনায়।জয়ের সঙ্গে এবার সেন্সর অব হিউমারে আসছেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার রাত ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে ‘ডেকো সেন্স অব হিউমার’। শাহরিয়ার নাজিম জয় এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার।এই অনুষ্ঠানে চলচ্চিত্র ও ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলবেন পরীমনি। এর আগে দেখা গেছে এই অনুষ্ঠানে কোন প্রকার জড়তা ছাড়াই সেলিব্রেটিরা নির্দিধায় বলে যায় তাদের না বলা অনেক কথা। পাশাপাশি সেলিব্রেটিদের প্রিয় সিনেমা শর্ট ফিল্ম, গান, জাদু এমনকি বিশ্বের অজনা অচেনা অনেক তথ্য গল্পের ফাকে ফাকে দর্শকদেরক দেখানো হয়। অনুষ্ঠানের এ পর্বে টিভি দর্শকরা জানতে পারবেন নায়িকা পরীমনির অনেক জানা-অজানা তথ্য। আরও পড়ুন রোদে গলে গেল কন্টাক্ট লেন্স, বিপাকে চিত্রনায়িকা তানহা অনন্তের অনুষ্ঠানে হেনস্থার শিকার সাংবাদিকরা