‘সেলিম খানের জন্যই আজ আমি শাহরুখ খান’ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ | আপডেট: ৫:৪৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮ সম্প্রতি টিভি গেম শো ‘দশ কা দম থ্রি’র চূড়ান্ত পর্বে অতিথি হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।নিজের সফলতা ও জনপ্রিয়তার জন্য সালমানের বাবা ও প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের কাছে ঋণী বলে এই অনুষ্ঠানে জানান শাহরুখ। ৫২ বছর বয়সী এই অভিনেতা বলেন, আমি যখন অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরির জন্য প্রথম মুম্বাই আসি। তখন আমি সালমান খানের বাসায় খেয়েছিলাম এবং সেলিম খান জি আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। তাদের জন্যই আজ আমি ‘শাহরুখ খান’।‘আমি এই শোতে শুধুমাত্র সালমান খানের জন্য এসেছি। সে আমাকে যেখানেই যেতে বলবেন আমি সেখানেই যাবো’, যোগ করে বললেন ‘ডিয়ার জিন্দেগি’খ্যাত তারকা।‘দশ কা দম থ্রি’র পর্বটিতে শাহরুখ খানের সঙ্গে আরো অংশ নেনে অভিনেত্রী রানী মুখার্জি। তখন তারা ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেন। আরও পড়ুন পাকিস্তানে হুবহু ঐশ্বরিয়ার মতো দেখতে নারীর সন্ধান! (ভিডিও) খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছে বিপাশা বসু