সৈকতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ | আপডেট: ১০:০৭:পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৮ কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে বেসরকারি এক বিশ্ববিদ্যালয় ছাত্র মারা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইফতেখার আলম আবীর (২২)। সে ঢাকার বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র। আবীরের বন্ধুদের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৪ বন্ধু মিলে সকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নামে।এ সময় সাগরে ভাটা চলছিল। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় ইফতেখার আলম আবীর। তখন বন্ধুরা আশপাশে খোজাখুঁজির পর না পেয়ে পুলিশকে খবর দেয়।তিনি আরও জানান, খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা স্থানীয় উদ্ধার কর্মীদের সহায়তায় সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে ভাসমান অবস্থায় আবীরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আরও পড়ুন ইবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ খোন্দকার ইব্রাহিম খালেদ-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ