সৈয়দপুর বিমানবন্দরে শ্রীলঙ্কান ফুটবল দলকে সংবর্ধনা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ১:৫৭:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য আগত শ্রীলঙ্কা ফুটবল দলকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।সোমবার সৈয়দপুরবাসী এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আরিফ হোসেন মুন জানান, আগামী বুধবার নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা দল এসেছে।দলটি রংপুরে অবস্থান করবে এবং মঙ্গলবার রংপুরে প্রেস ব্রিফিং করবে। এরপর বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবেন তারা।এ সময় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পালসহ অনেকে উপস্থিত ছিলেন। আরও পড়ুন করোনার টিকা নিলেন ফুটবল কিংবদন্তী পেলে স্পেৎসিয়ার বিপক্ষের জয় পেল ইউভেন্তুস