সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮ সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধা সমর্থিত সেনারা। ইয়েমেনের সূত্রগুলো বলেছে, বাদ্র-১ ক্ষেপণাস্ত্র দিয়ে সেনারা সফল হামলা চালিয়েছে। এর আগেও বেশ কয়েকবার আরামকো স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের বিপ্লবীরা।জিজান উপকূলে সৌদি আরবের একটি ফ্রিগেটে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দু দিন পর আরামকো তেল স্থাপনায় এ হামলা চালালো ইয়েমেনি সেনারা। ফ্রিগেটে হামলার ঘটনায় সৌদি আরবের বেশ কয়েকজন নিয়মিত সেনা ও ভাড়াটে সেনা নিহত হয়।ইয়েমেনি সূত্র বলছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার একটি বাদ্র-১ ক্ষেপণাস্ত্র আরামকো কোম্পানির একটি তেল শোধনাগারে নিখূঁতভাবে আঘাত হানে। জিজান শহরের বিভিন্ন অংশ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও হুথি আনসারুল্লাহ গেরিলাদেরকে নির্মূল করার জন্য সৌদি আরব ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।তবে এ পর্যন্ত সৌদি শাসকগোষ্ঠী কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি; বরং হুথি গেরিলারা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আগ্রাসন মোকাবেলা করে যাচ্ছে। আরও পড়ুন আজারবাইজানে হিজাব নিষিদ্ধ ও মসজিদ বন্ধ! জনগণের আত্মত্যাগের ‘পুরস্কার’? ভারত পাকিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল কানাডা