স্ত্রী হারালেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ | আপডেট: ১১:৫১:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের স্ত্রী বুলা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ রবিবার সকালে বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। বুলা আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বুলা আহমেদ নারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আরও পড়ুন করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ ও তার স্ত্রী মিয়ানমারে ২ বিক্ষোভকারী নিহত, কল-কারখানা বন্ধ