স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে ঐক্য হয়েছে: মান্না টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ | আপডেট: ১০:৫২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮ ফাইল ছবিটিবিটি রাজনীতিঃনাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বাধীনতাবিরোধী দল জামায়াতের সঙ্গে কোনো ঐক্য হবে না। বৃহত্তম দল যারা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই বিএনপির সঙ্গে ঐক্য হয়েছে।শুক্রবার দুপুরে মতিঝিলে নির্মাণশ্রমিক পরিষদ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিএনপির সঙ্গে ঐক্য নিয়ে কোনো রকম বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই জাতীয় ঐক্য করা হয়েছে। মন্ত্রিত্বের জন্য নয়।৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন যেন না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আরও পড়ুন জিয়া ক্ষমতায় আসার পর রাজাকার-আলবদরদের বিচার বন্ধ করে দিয়েছিলেন : চীফ হুইপ খালেদা জিয়ার আবেদন পেয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী