স্বামী সৃজিতের সঙ্গে মিথিলার চিড়িয়াখানা ভ্রমণ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০ | আপডেট: ৭:৪৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ঘুরে এলেন। তারই সৃজিত ও মিথিলার সোশ্যাল মিডিয়ার পাতায় কিছু ছবি উঠে এসেছে। চিড়িয়াখানা দর্শনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি।’ অন্যদিকে, ছোট্ট আইরাকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে যান সৃজিত।চিড়িয়াখানায় বেড়াতে যাওয়ার কিছু ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করে ওপার বাংলার খ্যাতিমান এই পরিচালক লিখেছেন, ১২ বছর বয়স পর্যন্ত তিনি প্রতি শীতে বাবা-মায়ের সঙ্গে চিড়িয়াখানায় যেতেন। তখন তার বাবাও এ বিষয়টা নিয়ে সমান উৎসাহী থাকতেন।এছাড়া, ছোটবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে তার বাবা পশু-পাখিদের সম্পর্কে নানা গল্প শোনাতেন বলে লিখেছেন সৃজিত। পরিচালকের কথায়, ‘কোনো কিছুই বদলায় না। সবকিছুই ফিরে আসে অন্য কোনো উপায়ে। আরও পড়ুন ‘তুইও বিক্রি হয়ে গেলি?খেলতে নামলি?’ : সায়নীকে শ্রীলেখা স্বামীর ডিভোর্স নোটিশ নিয়ে যা বললেন নুসরাত