স্বাস্থ্যমন্ত্রী : করোনার টিকা সবাই পাবে, ব্যবস্থা নিয়েছি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ | আপডেট: ৮:৩৪:অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবিস্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সবাইকে যাতে করোনার টিকা দেওয়া যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার ঢাকায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগ ও অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।স্বাস্থ্যনন্ত্রী বলেন, যার যেখানে যখন ভ্যাকসিন প্রয়োজন হবে; তখন তাকে সেখানে দেয়া হবে। ভ্যাকসিন যখন অ্যাভেইলেবল হবে, তখন আমরা এটা দিতে থাকব। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই ব্যবস্থা রেখেছে। টিকা যাতে সবাইকে দেওয়া যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ভ্যাকসিন এলে অন্যান্য দেশের মতো বাংলাদেশও পাবে। প্রথমে ৩ শতাংশ দেবে, পরে তাদের কাছেও (ডব্লিউএইচও) ভ্যাকসিন আসবে তখন বাকি ১৭ শতাংশ বিভিন্ন দেশকে দিতে থাকবে। আমরাও সেখান থেকে পেতে থাকব।করোনায় মন্ত্রণালয়ের কাজ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা আগের চেয়ে উন্নত হয়েছে বলেই কভিড সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশ অন্য অনেক দেশের তুলনায় ভালো আছে। আমাদের কোনো কাজ থেমে নেই। করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যসেবা অব্যাহত আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের উন্নয়ন কাজ চলমান রয়েছে। আরও পড়ুন আরেক জাহালম কাণ্ড : এবার দুদকের ভুলের শিকার কামরুল যুক্তরাজ্য ফেরত আক্রান্তদের মধ্যে করোনার নতুন ধরন আছে কিনা, যাচাই করা হবে