হজ করতে গিয়ে মক্কায় বাংলাদেশী হাজির মৃত্যু টিবিটি টিবিটি আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: 7:45 PM, July 7, 2019 | আপডেট: 7:45:PM, July 7, 2019 এ বছর হজ করতে গিয়ে মক্কায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুলাই) ঢাকা জেলার সেলিম(৫৬) নামের এক বাংলাদেশি হাজি এ বছরের প্রথম মক্কায় মৃত্যুবরণ করেছেন।নিহত হাজির পাসপোর্ট নাম্বার BK0577564।হ্যাবের সভাপতি জানান, এ পর্যন্ত ৪৮ হাজার ৫শ’ হাজির ভিসা হয়েছে। এদিকে, হজক্যাপ পরিদর্শনে এসে ধর্ম সচিব জানান, হজ নিয়ে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।গত তিন দিনে ৪৭টি ফ্লাইটে ১৬ হাজার ১৫১ জন হাজি হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন। আরও পড়ুন মসজিদে প্রবেশে শিশুদের বাধা নয়, উৎসাহ দিন ধূমপান নিয়ে ইসলাম যা বলে