হাসপাতালে গিয়েই অদ্ভুত কাণ্ড ঘটালেন সেই সাধনা! টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ | আপডেট: ৫:৪৭:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের ভিডিও কেলেঙ্কারি সর্বত্র আলোচনায়। সেখানে বিশ্রাম কক্ষে দৃশ্যমান নারী কর্মীকে নিয়ে রয়েছে বিস্তর কৌতুহল।বুধবার (২৮ আগস্ট) তলপেটে ব্যথার সমস্যা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের কাছে যান সাধনা। অসুস্থতার জন্য তাকে (সাধনা) ১৫ দিন বিশ্রামে থাকতে হবে এই মর্মে একটি মেডিকেল সার্টিফিকেট দাবি করেন।চিকিৎসক এ সময় তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তার পেটে ব্যথা হওয়ার কোনো লক্ষণ নেই। যে কারণে তিনি সাধনাকে ওই সার্টিফিকেট দেননি। এ জন্য তার ওপর বেশ ক্ষিপ্ত হন সাধনা। পরে সার্টিফিকেট না পেয়ে চিকিৎসককে দেওয়া ভিজিটের ৫ শ টাকা ফেরত নেন তিনি।এর আগে গত ২৬ আগস্ট সানজিদা ইয়াসমিন সাধনা তার কর্মস্থলে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন। সে সময় সাধনার হাতে শারীরিক অসুস্থতার কারণে একটি ছুটির আবেদনপত্র দেখা যায়।আবেদনে অফিস চলাকালীন অসুস্থ বোধ করায় ২৭ আগস্ট থেকে তিন দিনের ছুটির কথা উল্লেখ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত ওই নারী। এর কিছুক্ষণের মধ্যেই কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন তিনি।প্রসঙ্গত, গত ২২ আগস্ট জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরের সঙ্গে অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। ২৪ মিনিটের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে আহমেদ কবিরকে ওএসডি করে। এরই মধ্যে এই ঘটনার পর সাধনা জেলা প্রশাসকের কার্যালয়ে অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেন। আরও পড়ুন লালমাইয়ে ভুয়া চিকিৎসককে অর্থদন্ড তাহিরপুরে নির্যাতিত হিন্দু পরিবারের পাশে এমপি ও আ’লীগ নেতৃবৃন্দ