হিট স্ট্রোক করেছেন প্রভা টিবিটি টিবিটি বিনোদন ডেস্ক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮ | আপডেট: ১২:২৮:অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮ SHARES ছবিঃ সংগৃহীত ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা হিট স্ট্রোক করেছেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ শুটিং স্পটেই অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্মাতা আদর সোহাগের ‘লাভ পার স্কয়ার ফুট’ টেলিছবিতে অভিনয় করছিলেন তিনি। আদর সোহাগ বলেন, দুপুর বারোটার দিকে শুটিং স্পটে হঠাৎ হিট স্ট্রোক হয় প্রভার। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। এই সময় শুটিং স্পটে উপস্থিত ছিলেন মডেল অভিনেতা ইমন। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন প্রভার। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু মাঝে ব্যক্তিগত কিছু কারণে বিতর্কিত হন তিনি। পরে বেশ কিছুদিন ধরে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। তবে বর্তমানে এখন বেশ সরব অভিনয়ে। SHARES আরও পড়ুন ইন্টারনেটে অপ্রাসঙ্গিক ভিডিওঃ এবার ব্যাবস্থা নেওয়া হবে সালমান-জেসিয়াসহ বিতর্কিত সবার বিরুদ্ধে মুচলেকা দিয়ে ছাড়া পেল অভিনেত্রী সানাই (ভিডিও)