১৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮ | আপডেট: ১২:৪৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৮ বিভিন্ন বিভাগে ১৩৭৮ জন সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়।বিভাগের নাম ও পদ সংখ্যা:বাংলা বিভাগ- ৩৬৫ জনইংরেজি বিভাগ- ১০৬ জনগণিত বিভাগ- ২০৫ জনসামাজিক বিজ্ঞান বিভাগ- ৮৩ জনভৌত বিজ্ঞান বিভাগ- ১০ জনজীব বিজ্ঞান বিভাগ- ১১৮ জনব্যবসায় শিক্ষা বিভাগ- ৮ জনভূগোল বিভাগ- ৫৪ জনচারুকলা বিভাগ- ৯২ জনশারীরিক শিক্ষা বিভাগ- ৯৩ জনধর্ম বিভাগ- ১৭২ জনকৃষি শিক্ষা বিভাগ- ৭২ জনআবেদনের শেষ তারিখ: ০৮ অক্টোবর, ২০১৮আবেদনের যোগ্যতা ও আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত আরও পড়ুন বেসরকারি শিক্ষক নিয়োগ: সাড়ে ৪৩ লাখ আবেদন ১৭ দিনে ১৫ লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন