১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১০ টাকা কেজিতে চাল বিক্রি টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ | আপডেট: ৩:১৬:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৮ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর, শনিবার।খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বাসসকে এ তথ্য জানিয়েছেন।মন্ত্রী জানান, প্রতি মাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে মোট ৫০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে। প্রতি পরিবারে পাঁচজন ধরে প্রায় আড়াই কোটি মানুষ বছরে পাঁচ মাস এই সুবিধা পাচ্ছেন।খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন করেন। নীতিমালা অনুযায়ী, প্রতি বছর মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের কাছে ১০ টাকা কেজির চাল বিক্রি করা হয়।দেশে ২৮ আগস্ট পর্যন্ত ১৫ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। এর মধ্যে চাল ১৩ দশমিক ৩৪ লাখ মেট্টিক টন ও গম ২ দশমিক ৫০ লাখ মেট্রিক টন। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন চাল ১০ টাকা কেজি ধরে বিক্রি করা হবে।কামরুল ইসলাম জানান, ইতোমধ্যে চাল বিক্রির জন্য উপকারভোগীর ৫০ লাখ কার্ড দেওয়া হয়েছে। কার্ডধারী ব্যক্তিদের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।খাদ্যমন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটিতে জনপ্রতিনিধিরাও রয়েছেন। তারাই হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দিয়েছে। কার্ডধারীরা নীতিমালা অনুযায়ী চাল পেয়ে থাকেন। আরও পড়ুন ভোটার দিবস মঙ্গলবার, প্রকাশ হচ্ছে চূড়ান্ত হালনাগাদ তালিকা যুক্তরাষ্ট্রের নেতারা আলজাজিরা প্রসঙ্গ তোলেননি : পররাষ্ট্রমন্ত্রী