২২টি মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ | আপডেট: ২:১৩:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮ দেশের ২২টি মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটারে বেঁধে দিয়েছে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে নসিমন-লেগুনাসহ ধীরগতির যান চলাচল বন্ধে নজরদারি কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সোমবার পরিষদের এক সভা শেষে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সভায় প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা অনুযায়ী রাজধানীর গণপরিবহণ ব্যবস্থা ৬টি মালিকের নেতৃত্বে পরিচালনার উদ্যোগও নেয়া হয়েছে।দুর্ঘটনায় বছরে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয় দেশের সড়ক-মহাসড়ক। দিনে ৪০ জনের বেশি। পঙ্গুতবরণসহ আহত হন কয়েকগুণ বেশি। মৃত্যুর মিছিল থামানো এবং সড়ক ব্যবস্থাপনা উন্নত করতে প্রায় এক বছর পর বৈঠক করলো উপদেষ্টা পরিষদ।গেল এক বছরে খোলা হয়েছে ট্রাক-বাসের ৯০ শতাংশ এঙ্গেল। প্রায় ৬ হাজার সিএনজি’র ইকোনোমিক লাইফ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় উপদেষ্টা পরিষদে। আরও পড়ুন মানুষকে রক্ষায় ডিজিটাল আইন, মুশতাকের মৃত্যু অনভিপ্রেত: তথ্যমন্ত্রী শনিবার সংবাদ সম্মেলনে জাতিকে যে সুখবর দেবেন প্রধানমন্ত্রী