৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে টিবিটি টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ | আপডেট: ৮:৪০:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮ ছবিঃ সংগৃহীতফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে চলে গিয়েছে। সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে এই তথ্য জানতে পেরেছে ফেসবুক কর্তৃপক্ষ।তারা জানিয়েছে, বিষয়টি সামনে এসেছে গত মঙ্গলবার। বিষয়টির গুরুত্ব বুঝে সঙ্গে ফেসবুকের তরফে এ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দ্রুত সমস্যা সমাধানের জন্য তদন্তও শুরু করা হয়।এর আগেও ফেসবুকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যবহারকারীদের তথ্য চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তারপর ফের একই ঘটনা ঘটল। এবার কীভাবে বিশাল পরিমাণ অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল সেই প্রশ্নই উঠছে। আরও পড়ুন কিংবদন্তি শিল্পী জানে আলমকে নিয়ে ফকির আলমগীরের স্ট্যাটাস শরীর ভালো নেই, দোয়া করবেন : অর্থহীনের সুমন