৫ মিনিট চার্জে অপো এফ৯ চলবে ২ ঘণ্টা টিবিটি নিউজ ডেস্ক টিবিটি নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ | আপডেট: ২:৩৮:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮ ভিওওসি (ভোক) চার্জিং সুবিধার এফ সিরিজের সর্বশেষ সংস্করণ অপো ‘এফ৯’ স্মার্টফোন উন্মোচিত হলো বৃহস্পতিবার (৩০ আগস্ট)। ঢাকার একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই স্মার্টফোনটি বাজারে ছাড়া হয়।অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, বাংলাদেশের বাজারে এফ৯ অপো পরিবারের সেরা স্মার্টফোন সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই চার্জিং সুবিধার ফলে এই ফোনে ৫ মিনিটের চার্জে ২ ঘণ্টা পর্যন্ত কথা বলা সম্ভব। এই চার্জিং সুবিধায় ফোনের তাপমাত্রার কোনও পরিবর্তন হয় না। চার্জের সময় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ থেকে ফোনের সুরক্ষার জন্য রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়। সেটটিতে আরও রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চি ওয়াটারড্রপ স্ক্রিন ডিজাইন, ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও সেলফি ফাংশন। নচ ডিসপ্লের সেটটিতে রয়েছে ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।সেটটির রয়েছে দুটি সংস্করণ। ৪ জিবি ও ৬ জিবি র্যামের ফোনের দাম যথাক্রমে ২৮ হাজার ৯৯০ টাকা ও ৩১ হাজার ৯৯০ টাকা। দুটি সংস্করণেই রয়েছে ৬৪ জিবি রম। আরও পড়ুন মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে উগান্ডা! গুগল প্লে-স্টোরে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ